খুঁজতে এ জীবন বোধের দ্বারে
কড়া নাড়ি আমি বারে বারে
দেয় না সাড়া কোন বোধিকা
রাস্তায় আমি একা হসন্তিকা
ধুলি বাতাসেই আলোর কণা
হুঁস ফেরাতেই দিচ্ছে মন্ত্রণা
জাগছে বারুদ রক্তের ইঙ্গিতে
আস্ফালন ক্ষমতার আর্তিতে
বিশ্ব জুড়ে অনিবার্য আশঙ্কা
মুখ থুবড়ে বোধের লবডঙ্কা
মজুত করা হুমকির আগারে
শুকিয়ে অশ্রু হৃদয়ের আঁধারে
এই আগুনের শিরায় শিরায়
বারে বারে অপার্থিব পোড়ায়
বোধের জন্মে হয় না বোধের
সৃষ্টির বার্তা তাই ভগ্ন সময়ের ।
      -০-০-