যতটুকু পারা যায় রোদে শুকিয়ে নিলে
চকচকে ত্বকে মানুষ ফুটে উঠবে,
গোলাপ হাতে কাঁটার আঁচড়
চিনতে পারা ব্যথায় মেরুদণ্ড সোজা হবে ,
পথ চলতে পায়ে ফোসকা
হাত বাড়িয়ে বেইমান খপ্পরে
তাপ উত্তাপ পরস্পরের জীবন অপলাপ ;
ঝড়ের মুখে দাঁড়ালেই
নতুন মানবিক স্বাদে ভরে উঠবে বুক
সমুদ্রের লোনা উথাল পাথালেই
জীবনের তরী তরতরিয়ে এগিয়ে যাবে ।
বাঁচার এই খর প্রাকৃতিক
আমাকে রোজ বাঁচায় ।
       -০-০-০-