(১)


পথ আগলে
পথিকের তিতিক্ষা বেড়ে যায় ,
গতিময় জীবন
পথ বাড়িয়ে দাঁড়িয়ে থাকে ।


       (২)


মতভেদ রাখা ছিল মনেই
মতের ভেদ আলোচনায়
সে আরো হয়ে যায় স্পষ্ট ;
এভাবেই কত মতবাদ আমরা আজও মেনে চলি


      (৩)


আকাশ বা ঘরের ছাদে
সীমানা দিও না ,
যতটা পারবে উড়িয়ে ডানা
জীবন হয়ে যাও ।