বুকের ভেতরেই আঁচড় কাটা হয়েই থাকে
কেউ খুঁচিয়ে দিলে গলগল করে রক্ত ঝরলেও
গলাতেই কান্না হয়ে আটকে যায়
চোখের জলে মরুভূমিতে হারিয়ে লাভ কি
তাই সেও চুপ ;
মাঝে মাঝে সান্ত্বনার হাতে জীবন গভীরের ভিত
উচ্ছ্বাসের মাত্রায় মেতে উঠলে
আমরা কেউ পাত্তা দিই না ছোটখাটো খাঁজ
সে তখন শবাসনে বিশ্রাম নেয় ।
ধান কেটে নেওয়া ফুটিফাটা ক্ষেতে
সুখের চারাগাছ বসাতে বারবার মাটি চষতেই থাকি
আর অন্তঃসলিলার মত সে বয়েই চলে ।
ব্যথা , তোমার মাধুর্য জীবন সমৃদ্ধির
অনন্ত যাত্রায় বেঁচে থাকার অনন্য প্রয়াস ।