অবিশ্বাস্যের দখিনা বাতাস
ফেরেল সূত্রে মনে মনে
আরো অসন্তোষ জমা ধুলো
ছড়িয়ে দিচ্ছে জনে জনে
পলাশ শিমূল কৃষ্ণচূড়া ডালে
ঘুরছে মলয় ছলনায়
মাটির বুকে কষ্টের মানবতা
নত শিরেই কেঁদে যায় ।
নিজের অন্ধ তোষামোদী সুখ
রাস্তা পেরয়নি বারান্দা
অন্যের মুখ উদার সমতলে
চেখে দেখে নি আ-বোদা ,
রুক্ষ রুদ্র ধ্বংসলীলায় তুমি
আক্রোশে মত্ত মাতাল
জলে স্থলে অন্তরীক্ষে বিঘ্ন
অমানবিকে আজও দামাল ;
প্রকৃতি সাজনো বাঁচার পথে
এত বিষাদ কেন ছড়াও
তোমার দিকে তাকিয়ে জীবন
আকাশ হয়ে বাঁচতে দাও ।।
      -০-০-০-