কিছু একটা করতে করতে অনেকটাই করার তাগিদে
এগিয়ে চলা জীবনযাত্রায়
সকালের সূর্য ওঠা আমার রোজনামচা ,
বিকাশের লোভে বাতাসের হাত ধরে
আলোর তরঙ্গ গুনে গুনে হৃদয় ভাবাবেগ
একের পর এক নির্বাণ গড়ে তোলে ।
সৃষ্টির বাতাবরনে অন্য ধ্বংসের কথা
ছোট ছোট বিভাজনের স্রোতে হারিয়ে যায় ,
লিপিবদ্ধ থাকে না বালুকাবেলার ঢেউ ।
এতসব ধুলিধূসর অনন্ত মনুষ্য মহীমায়
আমার হৃদয়ে চন্দ্রিমার অলখ মধুক্ষরণ
ঘটিয়ে যায় মুক্তি পাড়ার 'সিনি' ।


একে অপরের বহতা নদীর পাড় জুড়ে
সুরের দোলা লেগে যায় আকর্ষিত রূপ থেকে রূপে
সব কিছুতেই আমি আর 'সিনি'
কর্মযজ্ঞে অপারের মিলনরেখামাত্র ।
        -০-০-০-