একটা কবিতার জন্য
আমার এতটা পথ চলা
একটা কবিতার জন্য
নিজেকে নিজের কাছে
নিজেরই শুধু বলা ।
একটা কবিতার জন্য
'সিনি' পথ হারায় নি
একটা কবিতার জন্য
সম্ভাবনা জীবন থেকে
এখনো বেরিয়ে যায় নি ।
একটা কবিতাই সারাবেলার গান
একটা কবিতাই অনন্তের সংগ্রাম
একটা কবিতাই দিগন্তের বিচ্ছুরণ
একটা কবিতাই মহাকাল উত্তরণ ।
একটা কবিতার জন্য
আমার বাঁচা মরা কিছু না
একটা কবিতার জন্য  
তুমি আমি আগামীর সাধনা ।
কঠিন কঠোর অসহ্য আঘাতে
কবিতাই দুমুঠো ভাতে ভাত
রক্তঝরা বুকে লালিত পালিত
কবিতাই গোলাপ জাগা প্রভাত ।
এবার দুকূল ছাপিয়ে যাই
উপচে পড়বে কবিতা
মাটিতেই ঘেমে নেয়ে মিশে যাই
জন্ম নেবেই নেবে কবিতা ।
সেইসব নির্জনে কত কি দৃশ্যমান
একটা কবিতার জন্য
রহস্যময় পথ সৈনিক আবেগ আলুথালু
একটা কবিতার জন্য
সন্ধানী চোখে আবার কোন না কোন আমি
সত্যি বলছি
শুধু একটা কবিতার জন্য ।