আর ভাবি না ?
যা কিছু লুকানো ছিল
সবটুকুই বাইরে বের করে ফেলেছি
সাধনা ভাবনা সংস্কার সম্ভাবনা ;
তারপরেও অগোছালো এলোমেলো
খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজেকে খোঁজা
বার বার অবাধ্য হয়ে পড়ছে ।
ভাবতে ভাবতে অস্বস্তির
কুলকিনারা পাই না ,
তীরের ভগ্নদশা আপেক্ষিক
এগিয়ে চলা মূর্তিটুকু রাস্তায় দাঁড়িয়ে
জীবন এভাবে এতটাই সাজানো
আমি তারই বিস্ময়ে ।