বার বার ফিরে দেখি
ফিরে দেখতেই হয় ,
উপরে ওঠার সিঁড়িটা যে নীচ থেকে শুরু
ফেলে আসা রাস্তায় আমিই আছি দাঁড়িয়ে
অন্ধকারে নিজেকে দেখেই এসেছি আলোতে
অথবা আলোতে উড়িয়েছি আঁধার কালো
মুক্ত করেছি হৃদয়বৃত্তি যতখানি
খুঁজে পাই ততটুকু অনাবিল আকাশ
যতটুকু জমিয়েছি জঞ্জাল
ততটাই টানছে গভীর খাদ
এগিয়ে চলার মোহ বার্তায়
কত রকমের উঠছে সুর
উল্লাসের মতলবি দিনগুজরান
বারে বারে হাত ধরে টান দেয় দিনান্ত
তাই বার বার ফিরে দেখি
ফিরে দেখতেই হয় ।
যা ছিল তাকেই পাল্টে পরিবর্তন অথবা বিবর্তন
উৎসের মুখে আরো সংস্করণ
মানব দিশার বলয় সমীকরণে
বুকের ভেতরেই জাগরণের উৎপাত অবলম্বন
আসলে পথ চলতি কোন এক ধারাবিবরণী
তুমি আমি
আমি তুমি
ফিরে দেখা সংসারে জীবনের উত্তরণ ।
তাই বার বার ফিরে দেখি
ফিরে দেখতেই হয় ।।
    -০-০-০-