নিজের ভেতর নিজেকে
তুমি কি লুকিয়েছিলে
নাকি লুকিয়ে রেখেছিলে
আমার ভেতরে তোমাকে ,
প্রায়ই উন্মুক্ত তলোয়ারের মত
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
স্থবির জড়ভরত করে দাও আমাকে ;
ভূতের মত নাচতে থাকা আবদার
বেসুরো পতন ঘটায় অস্থিত্বের
জিজ্ঞাসার বারনেও
কাঠকয়লার মুহূর্ত পুড়তেই থাকে ।
বার বার বিরক্তির স্তুতি অবহেলায়
দিনান্ত শুকিয়ে যায়
মোহের বশে অনিত্য সংসার
জীবনের সরলে আবার জেগে ওঠে
তোমাকে তুমি হতে শেখায়
আমার আমি বাইরে এসে দাঁড়ায় ।