তোমাকেই খুঁজতে খুঁজতে
তোমারই পাশ দিয়ে হেঁটে চলেছি
অযুত নিযুত বছর ।
বাড়তে থাকা জঞ্জাল গলি পথে
অকারণ উত্তাপ হা-হুতাশ করে ,
তারই কোন পায়ের ছাপে
তোমার চিহ্ন আঁকা থাকে নির্মম সঙ্গোপনে
ইঁদুর দৌড়ের বিরক্তি বিন্যাসে
অবলীলায় পাশ কাটিয়ে
আরো কোন বিদগ্ধ সুন্দরে
আমি বারে বারেই ঝাঁপিয়ে পড়ি
আর তোমাকেই হারিয়ে ফেলি ।
বকুলের ছায়া ঘেরা গোলাপ আদরে
বেড়ে ওঠে হাত ধরা সময়গুলো
আঁকড়ে ধরা অবসর অসহিষ্ণু হয়ে ওঠে
দিনের শেষ সম্বলে তার আরো চাই
কথার সুদূরে আরো সুউচ্চ ইমারত
কষ্টের উৎপাদনে তার মন নেই
কুরে কুরে খাওয়া দেওয়ালের ফাটলে
ঠেস দিয়ে শুধু অনন্ত আরাম চায়
আর হারিয়ে যায়
বিকেলের নিঝুম মেঘলা আকাশ
সোনাঝরা ক্ষণ অবসর নির্লিপ্ত রাত্রি ।
আমার পাশে তুমি
আর তোমাকেই পাশ কাটিয়ে
যুগ যুগ শুধু তোমাকেই খুঁজি ।
      -০-০-০-