আবার উঠছে জেগে এ বাঙালীয়ানা
আসছে বোশেখ মাস নতুন বছর
খর তাপে মাঠে পুড়ে ফসলের দানা
বাংলা ভাষায় বলবে প্রাণের খবর।
পলাশ শিমূল আর কৃষ্ণচূড়া গাছে
হাহাকার বাতাসেরা ঘোরাফেরা করে
আগুন ঝরা মূল্যের হালখাতা সাজে
চাতক কাতরে ডাকে কালবৈশাখীরে ।

কোকিলের কুহু সুর চৈত্র শেষ গানে
যুগ বিশ্বে বাংলা বর্ষ দিনের সায়রে
মন্দ অবসানে সুখ বাঙালীর প্রাণে
ঘুরছে চড়ক হয়ে সম্পর্ক আদরে ।
এ বাংলার জাগরণ শুভ নববর্ষে
সূচনা করুক আজ জীবনের হর্ষে ।