ভিন্ন সুরের উচ্চতায় আকাশ দেখা চোখ দুটো
কত খুঁজে যায় প্রকাশ্য সরল উদাসী নবীন
আরো দূরে কি যেন বয়ে বেড়ানো পথচলা ,
এক একটা বাধার বিভক্তি সুফল অরণ্য
জেগে থাকা রাত্রির ব্যকুল বন্দনা বিলাস
হাঁটু জল রাঙা নদী বালুকাবেলার উত্তাপে
ছড়িয়ে ছিটিয়ে প্রতীক্ষার খন্ড বিখন্ড আমি
তোমার সজন বক্তব্যের রাঙা অনুকরণেই
ঝুমকো লতায় দুপুর গড়িয়ে বিকেল হলেই
বাত্রির গানে আর্তনাদ মিশে যায় আবার
আবার ভিন্ন স্রোতের বুকে প্রাণ জাগে
প্রাণে প্রাণে সুর জাগে রকমারি তানে ।