চটপট ভেবে কিছু গুছিয়ে
দরজার বাইরে পা রাখতেই
আগামী উজ্জ্বল ।
ঘরের ভেতরে যা কিছু
ঠিকঠাক সাজানো গোছানো
হয়তো বা আগের মত আছে কি না
একবার পলক ঘুরিয়ে
তাই দেখে নিতেই
রাস্তায় বসে গেল আলোর পাহারা
বাতাসে খুশির ঝিলিক
আকাশে মৃদু মন্দ জাগরণ ।
ভিড় বাড়তে থাকা
আবার আমিতে সুখের প্রলেপ
বাঁচতে চাওয়া শব্দে
ঘুম ভেঙে গেল
নতুন বর্ষের ।