সময়ের জন্য অপেক্ষা করে থাকি
তোমার কথা তোমাকে বলতে ;
প্রায়ই তুমি সেই কথা ঘুরিয়ে
আবার অন্য কথায় বার বার নিজেকে তুলে ধর ।
ভুল বা ঠিক সময় বলে দেবে
তোমার ভাবনায় সেই সময়কে
কেবল নিজের করে আপ্রাণ চেষ্টায়
বার বার ফাঁকি থেকে যায় ।
সেই ফাঁকে জমতে থাকে ধুলো ময়লা
অনাদরের হৃদয় প্রলেপ
মেঘ জমছে তোমারই বুকে
তাই আকাশটাকে কালো দেখতেই আছো
সূর্যের রোজ ওঠা
তোমার কাছে খুব সাধারণ নগন্য ।
সময় বার্তা দিয়ে যায়
ফুলে ফলে শস্য শ্যামলে
মৃদু মন্দ কালের বৈশাখীতে ;
চিনতে ভুল হয়ে যায়
আগুনের উত্তাপ
তাই বার বার উল্টে যায় পাশা ।
তবুও আমি সময়ের জন্য অপেক্ষা করি
তোমার কথা তোমাকে বলতে ।
       -০-০-০-