বিশ্বাস করে ঘরে ডেকে
নিজের ভেবে যতটুকু পারি
দিয়ে গেছি উজাড় করে
জানা অজানার পার্থিব ,
যে যার পেরেছে লুটেপুটে
বলে কয়ে নিয়ে গেছে
থালা ঘটি বাটি ধন ধৌলত ।
তাদের মুখ হয়েছে আরো স্পষ্ট
মনের সূচীচিত্র আরো বড়
চলার গানে অন্য ধুন
ঘুরে ফিরে সেই একই আদিম ।
তবুও বিশ্বাস অকাতরে
আজও ধন্য হয় নিজেকে বিলিয়ে
নিজের কাছে নিজেই
গর্বিত বুক ভরে ।