(১)
শ্রমের কোন ছাদ নেই
ধরা দেয় না মুক্ত আকাশ,
ঘাম গুনেও গুনেও
মাটি ভেজে না কোন কালেই ।
     (২)
ক্ষেতের ধারে উদবাস্তু চাষী
চারাগাছের মুনাফা চিৎকার ,
এবার গন্ডগ্রামও খবরের শিরোনামে
এক ঝলক দেখে নিন কে কি পেল ।  
     (৩)


এলেই চলে যায়
তবুও কিছু না কিছু মুখ
সামনের বারান্দায়
চির নবীন হয়ে রয়ে যায় ।
    (৪)
কালি ঝুলি ঝাড় পোচ
রোজকার কাজের ফিরিস্তি ,
তবুও আজ নবীন ভাবনা
একই ঘরে খুশির হুল্লোড় ।