তোমাকে আমি ভালো করে
ঈর্ষা করতেও পারি না
তোমার মতো না হতে পেরে
তোমাকেই ধ্বংস করে
প্রতিষ্ঠিত ইচ্ছায়
বাগান সাজানোর পালাবদল গড়ছি


ইট পাথরের
প্রাসাদ বৈভবে
কেবল বাঁধন ফাঁস
যোজন খানিক আকাশ
মানুষ খোঁজা
মৃতপ্রায়ে সামনে প্রাণ
নাই কিছু নাই দেখতে শেখা
জ্বলে পুড়ে
অন্তর তুমি শয্যাসুখ


অঙ্কুরিত মাটির আকাঙ্ক্ষায়
ফিরিয়ে নেওয়া তৃষ্ণায় মুখ
দর হাঁকছে মানুষ গড়ন


না!
তোমাকে আমি ঈর্ষাও করতে পারছি না