আমি চাই , তোমাকে চিনতে আমার ভুল হোক
সেই ভুলের উপর আমি গড়ে উঠি
চিৎকার করে যাতে বলতে পারি
এই আমার সব
আমাকে এখানে এনে
মানবিক কষাঘাতে মানুষ করেছে 'তুমি' ।
রোজ তো কতই না ভুলের মালা গাঁথতে থাকি
কিছু বুঝতে পারি
কিছু বা থেকে যায় সারা জীবনেও অস্পষ্ট ,
কিন্তু তোমার আনন্দ বেদনা
ঘ্রাণ আঘ্রাণ দ্রুতি বিচ্যুতি
বড্ড প্রাণে লাগে
তাই ভুল বোঝার অবকাশ
ঢেউ হয়ে বার বার আছড়ে পড়ে বালুকাবেলায় ;
আমার রৌদ্রস্নানের প্রখরতা আমাকে পোড়ায়
দূরে মাঝির দুলতে থাকা ডিঙি কিছুতেই চোখে পড়ে না
নোনা গন্ধে আনচান মন
বার বার ঢেউ গোনে
আর তোমাকে চিনতে
আমার ভুল বোঝা বার বার প্রশ্রয় দেয় ।
আবার আমাকে আমি চেনার জন্য
আমি চাই , তোমাকে চিনতে আমার ভুল হোক ।
           -০-০-০-