মাটির উপরে মাটি হয়ে
আকাশ দেখা মস্তিষ্কে
ঝুল বারান্দায় ঝুলে আছি ,
সন্ত্রস্ত্র পাখিদের আনাগোনা
কেঁচোর কিলবিল আচরন
গাছের অবাক পাতাবাহার
পশুদের পশুত্ব মোকাবিলা
দু মুঠো ভাতের মনুষ্য কাড়াকাড়ি
সহ্য করতে পারেনি মাটি ।
বার বার মাথাচাড়া দিয়ে
মাথায় মাথায় ঠোকাঠুকি
জীবনকে জীবনের সাথে
চিনিয়ে দিয়ে যায় ।
অনিত্যের হাতধরা মূহুর্ত
মাটিতেই ফুলে ফলে শস্যে
জাগরণ ঘটুক আগামী
তারই আগমনী সূচনায়
গড়ছে জীবন গড়বে জীবন
আরো সুন্দর সুবাস রঙিন ।
    -০-০-০-