নিজের মুখ নিজেই ফটোগ্রাফি ক্লিক
আমার সময়ে আমি বাঁধা পড়ি ঠিক
নানান রঙের ছটা ভাসতেই থাকে
আমার আমি এখন সম্ভাবনা আঁকে !


ফুল পাখি আকাশ আমারই পেছনে
অনন্তের মোহনায় আমিই সামনে
স্মরণ ভঙ্গিমা লিখি মুখের কলায়
নানা ছন্দ নৃত্য করে আলোর মালায় ।


ঘরের বাইরে ঘর সাজানো দৃষ্টিতে
নিজের এমন রাঙা মুখের ব্যাপ্তিতে
প্রকাশ প্রবল আশা জীবনের সংজ্ঞা
হয়তো আরো সঙ্গম সুদূরের প্রজ্ঞা ।


নিজেকে নিজেই আমি আরো উচ্চতায়
সহজেই আমি আমি যুগের বার্তায়
বয়ে বেড়ায় সেলফি প্রতিটি মুহূর্তে
বিচিত্র চিত্রমালায় আমার আবর্তে  


সাবলীল প্রয়োজনী সম্পর্কের সত্তা
দিগন্তে হারিয়ে খোঁজে আমার প্রবক্তা ।
আমি শুধু আমি নয় সেলফি চিত্রিত
আকৃতি প্রকৃতি আমি আগামী কথিত ।