চেনা পথে হাঁটতে হাঁটতে
মাঝে মাঝে অচেনা ঘন জঙ্গল এসে যায় ,
পচা পাতা পা টেনে ধরে
নিস্তব্ধ আলো আঁধারি ডালপালায়
সম্ভাবনার সবটুকু রাস্তা খেই হারিয়ে ফেলে
পশুত্বের অভাবনীয় বৃত্তি
উদভ্রান্তের মত গাছে গাছে লাফালাফি করে
স্থানে স্থানে ফেঁসে যাওয়া দলদলে
আবার উঠে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চলতেই থাকে
অজানা রহস্য আক্রমণে
নিজেকে নিজের আর্ত চিৎকারে সাহসী হয়ে যায় ;
এ সবের মাঝে কে যেন সভ্যতার ডাক পাড়ে
জংলী আবরণ ত্যাগ করে
রঙিনে ফিরে আসে
মানবিক দিশা বদল করে
হয়তো বা অনন্ত আগামীর গান শোনায় ।
            -০-০-০-