(১)
সন্ধ্যে হলেই বুঝতে পারি
তোমার ঘরে ফেরা ,
রাতটুকুকে জড়িয়ে ধরে
শেকড় হয়ে বাঁচা ।


       (২)
নিজেকে রক্ষার দায়িত্ব নিজেরই
অপরকে রক্ষা করা তারই কোন রূপ ,
আমার ঈশ্বর আমি আমাকেই দেখি ।


        (৩)
কারো জন্য কিছু দাঁড়িয়ে থাকে না
কিছু দাঁড়িয়ে থাকা খুঁজে পায় কাওকে ,
অথচ দাঁড়ানোটাই আপেক্ষিক
কিছু মেলে , কিছু বা হারিয়ে যায় ।


        (৪)


কিছুটা পেরিয়ে যাওয়া সময়ে
আমার মূর্তি আমিই চিনতে পারি ;
তাতে তোমার ছড়ানো আকাশ
আরো বেশি মুক্ত ।