চুপ করে লুকিয়েই থাকে
ফন্দি আঁটে ছক কষে
গুছিয়ে নেয় আরো বেশি প্রতিরূপ
প্রতিবাদীকে এগিয়ে আসার আরো কিছুটা সময় দেয়
তারপর ঝাঁপিয়ে পড়ে
চরমতম প্রয়োগ করে যায় অনায়াসে
কি হবে নিজেও জানে না
তবুও হিংসা তার পথ কিছুতেই ছাড়ে না ।
সর্বনাশের বেড়ি পরে ঘুরে বেড়ায়
প্রতি মূর্হুতেই আতঙ্কের রাত প্রহর গোনে
আইন আদর্শের তোয়াক্কা করে না
ষড়যন্ত্রের আঁতাতে আরো ধ্বংসের শক্তি সঞ্চয়ে
ঘরে ফেরার অবকাশ ধন দৌলতের গন্ধে
আপ্রাণ চেষ্টায় চাপা দেওয়ার চেষ্টা করে  
বিকট আর্ত চিৎকারেই উল্লাসে মেতে উঠে
আর তারই মধ্যে কেউ না লুটিয়ে পড়ে
তবুও হিংসা তোমার সম্বিত ফেরে না
তুমি তোমার পথে আরো বেগবান ।