আর যাই কর ভাই
কষ্টকে আর কষ্ট করে ডেকে এনো না ।
পাহাড়ে উঠতে এসেছ যখন
সামনে খাড়াই দেখে ভয় পেয়ো না
যেটুকু যতটুকু সাবধানতা নিতে হয়
সেভাবেই এগিয়ে যাও
ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে ।
বাড়ির পাশের রাস্তা গাড্ডায় ভরা আঁকাবাঁকা
পায়ে পা লাগিয়ে নো এন্ট্রি সাইন বোর্ড
তা হোক ওপারে যাওয়ার চেষ্টায়
ভাগ্যের দোহাই দিয়ে থমকে দাঁড়িয়ে
অন্য সুড়ঙ্গে ঢুকে চক্রব্যূহে আটকে পড়লে
কষ্ট বাড়বে তোমারই বিলাস ভাবনায় ।
গভীর খাদেও কিছু রত্ন মেলে
শুধু সাবধানে পা ফেলে নেমে যেতে হয় আলোর সাথে ,
সেখানে টানতে থাকে মোহ
মেরুদণ্ড বরাবর পাথরও বন্ধ করে দেয় কথা
তার মুখোমুখি দাঁড়িয়ে আকাশ খুঁজলে পেতেও পারো
কিংবা হারিয়ে যাওয়ার গান ,
কষ্টের বীণা বাজতেই থাকে সর্বত্র
শুধু তালে তালে নাচাতে হয় মনুষ্যত্ব ।
কষ্ট তখন সুখেরই কোন গুনগান
জীবন মহান জীবন মহান ।