কষ্ট করে আর নীচে নেমে যেও না
আরাম কেদারায় হিসেবের ফাঁকি
এদিক থেকে ওদিকে
আর ওদিক থেকে এদিকে
তাতেই কেল্লা ফতে ,
তারই পাশে জমছে ধুলো কালি ময়লা
তাতে অশান্তি আতঙ্ক ভয় আরো কত কি ?
অন্ধগলি খুঁজতে খুঁজতে
কখন নেমে গেছ অনেকটা নীচে
ঘোলাটে আকাশ দুঃস্বপ্নের কালোছায়া
তারই মাঝে তোমার ঘর দুয়ার ভালোবাসা বাঁচা
আরো আরো কত কষ্টের ।
অথচ উপরে ওঠার এত সহজ রাস্তা
তোমার চোখেই পড়ল না
গাছের তলায় ছায়া ভরাই আছে
আকাশের সূর্যের সাথে চাঁদ গ্রহ তারাও আছে
মাটির বুকে অজস্র আদরকণা ছড়িয়ে আছে
জলের মাঝে প্রাণের আবেশ আছে
ঘর ভর্তি শান্তির বকুল আছে
এবং আমরা আমি হয়ে তোমার সাথেই আছি ।
সহজ সেই পথটুকুতে সময়চিহ্ন আঁকা
পার্কের ধারে হাত বাড়িয়ে
দাঁড়িয়ে আছে অনেক বিকেল ।
একবার শুধু তুমি তোমার বিবেক হয়ে যাও
দেখবে তুমিও আমার মত
আবার সমতলে ।