আমার আর কোন পথ হারাবার নেই
যেটুকু যতটুকুই আমি ,
নীড় খুঁজে খুঁজে নীড়ে ফেরা
ক্লান্ত দুপুর মুছে ফেলে
ঘাসের গন্ধে মিলেমিশে কাদামাটি
আরো উচ্চতায় মূর্তির প্রতিশ্রুতি
আয়নার সামনে প্রতিবিম্ব যন্ত্রণায়
আকাশযাত্রা মূল্যায়ন করতে থাকে
হৃদয় পথিক আনাগোনা ;
মানবিক নির্যাস গুণাগুণ
ফলপ্রকাশে প্রলুব্ধ করে বিভাগ বিলাস ।
সবটাই ঘুর্ণাবর্তের প্রকরণমাত্র
আর পথের সীমানায়
আরো কোন পথ ।
আমার আর কোন পথ হারাবার নেই ।