(১)


সুতো পাক দিতে দিতে
জড়িয়ে পড়ে অনেকেই ,
মনে থাকে না সুতোর টান ।
    
     (২)
রোজ রোজ সানাই বাজে না
মাঝে মাঝে খেমটার তালে
খঞ্জনি সানাইয়ের সুর শুনিয়ে যায় ।
বাঁচার মন্ত্রে হাজারও রাগ ।


    (৩)
অগভীর হতে হতে চড়া পড়ে গেল
তবুও তোমার বিশেষণের শেষ নেই ,
এগিয়ে চলা জটিল বার্তায়
আগামী আরো আগমনী হোক ।


     (৪)
আমার ভালো
আমাকেই চাইতে হবে,
চাঁদের মাথাব্যথা নেই জ্যোৎস্না ছড়ানোর।