আশা করতেই পারি তোমার ছায়া পড়বে
তাতেই সমগ্র বিশ্রাম
কাজে অকাজে আবার অগ্রণী করে তুলবে ,
অত বড় বট বৃক্ষ ঘুম চোখে
দাঁত খিঁচিয়ে দাঁড়িয়ে তাড়া দেবে বিভাজনে
মুখস্ত করা একই পাতার সমাহারে
পৃষ্ঠা উল্টে কোন জবাব থাকে না
শুধু আকাশের কাঠ ফাটা রোদ দেখে ।
তারই মাঝে কোন এক কণায়
ঘুরে ফিরে বিলাসপুরের হাওয়া
সরল শবাসনে তোমাকেই আশা করি
ছায়া আসবে সাথে সাথে ।