একবার ছুঁয়ে দেখো
পাল্টে যায়,
রাগ অভিমান অপমান অনাদর
সবই পাথরে গোলাপ ফোটায়।


ক্ষোভে গরজায়
দম্ভ ফুঁসে ওঠে
নিরন্ন নিস্বহায় রোষ
দহন উষ্ণ দাব দাহ;
আগুনে আগুন ঢেলে
শুধু একটিবার
জীবনকে ছুঁয়ে দেখো
যন্ত্রণা নিরাশা অবসান
ফুল পাখি গুনগুন গান গায়।


এই বসন্তে
আর একবার
আরও একবার
গাঁদা ডালিয়ায় মলয় বলে যায়
ভালোবাসি ভালোবাসি
এবং ভালোবাসি।
          -০-০-০-