শরীর জুড়ে শুধু যন্ত্রাংশ ভাঙছে
কোথায় কিভাবে কতটা জুড়ছে
খুব ভাল করে বুঝতে বুঝতে
অন্য ভাঙার দাপাদাপি ছাপিয়ে যায় ।
পাত্তা দিই না এইসব ছোটোখাটো
এগিয়ে চলায় এমন তো কত হয়
মাসির কোল জুড়ে মাকে দেখার লোভ
বাড়তে থাকা বুকে
কত টুকু আর রক্ত ঝরাবে ?
পাল্লা দিয়ে রগে শিরায় লিগামেণ্ট পেশিতে টান ধরে
শরীর ভাল থাকা জুড়ে দিই হিসেবে
আরো জোরের ঘণ্টা বাজলেই
আনচান করে ওঠে মন
তারই সাথে দৌড়ছে শরীর
বেঁচে থাকার সময়সীমা পেরিয়ে যেতে চায় অনেকেই
এমন কি আমিও ।
সেখানে ভাঙা গড়া বড্ড সংজ্ঞাহীন ।
-০-০-০