পার্থক্য ছিল
ভিন্ন ভিন্ন উপমার গায়ে
আশে পাশে নানান উঁকি ঝুঁকি
পৃথক যাত্রায় একই ফল।


অচেনার পরিচিতি
নিস্পৃহ করে নি
ঠিক আঁকা ভুলের ছবি


গাঢ় রঙে
যন্ত্রণার অগোছালো বিষয়
ছড়ানো ছিটানো গুছিয়ে নেয়
কোনক্রমে একটু জায়গা  
মিছিমিছি ধানাই পানাই  
শিবের গীতে ধান ভাঙে।


সন্ধ্যে বসে থাকে সকাল যাত্রায়
অসফল তকমা
ফুল বনে রাত নিয়ে আসে


একসাথে দিন গুজরান
স্বভাব সারল্যে
প্রেম ঝরে।