(১)
ডানা ঝাপটাতে ঝাপটাতে
ওষ্ঠাগত ভয়
কাজের সাথে পাল্লা দিয়ে
বিবেকবান হতে শেখে আজ অথবা কাল ।


   (২)


গাছের ছায়াতেও ভাগাভাগি
আঙ্গুল তোলা ঠেলাঠেলিতে
ঘাস ছিঁড়ে খাচ্ছে চিরচেনা ।
গাছ স্থির , মন্তব্য নিষ্প্রয়োজন ।


     (৩)


আমি আকাশ হতেই পারি
তোমার চাঁদ জ্যোৎস্নায় ,
মধুর মিলন যেন মাটিতেই জন্ম নেয় ।