একেবারেই ছোট সাধারণ
তাও মাথার মধ্যে ঘুরপাক
লাট্টু মত থেকে গেল।
তারপর বড় রাস্তা থেকে অনেকটা দূরে
এ বাড়ি ছেড়ে ও বাড়ি ফেলে
মিলিয়ে দিল গোল্লাছুটের উঠোন,
চিন্তার ভাঁজে সেই সাধারণ
এখন অনেক বড়
অনেক অবস্থানের স্রোত
মিলিয়ে মিশিয়ে মাখিয়ে গুলিয়ে
বড্ড জ্বালাতনে ছুঁয়েছে।
অসহায় কাটাকুটি যান্ত্রিক
হাঁসফাঁস করা সকাল বিকেল
শান্তির অনুষঙ্গ বিবরণে দিনান্ত আসর
বড় ক্লান্ত।
আরো ছোট এক একটা দাগে আঁকিবুঁকি
ছবির জপমালায় বয়ে যায় বেলা,
ঘর গোছাতে
আদরের ধুলো গোটাকয়
আবার নতুন আবার ছোট
আরো ছোট ভাবনার
পথ ভোলা অনাদি দিগন্ত ।
  -০-০-০-