জাল বোনা স্বভাবে
কিছুতেই মাকড়সা থেকে বেরতেই পারছি না,
এদিক থেকে ওদিকে
ওদিক থেকে এদিকে
লক্ষ কোটি লম্ফ ঝম্ফ
ক্রমাগত জ্বলাতন করেই যায়।
সইয়ে নেওয়া অবসরে অযাচিত অহং
অনাদর হাতুড়ির ঘা মারতেই আছে।
দূরের কিশলয় লোভ ঝরায়
সন্তুষ্টির স্তুপে গুনগুনিয়ে ওঠে মোহ,
তাই বুনতে থাকি
ঝোপ বুঝে কোপ মারা নানা খেয়ালের জাল
জালের নির্দিষ্ট অবয়ব
নিজেই জড়িয়ে যাই নিজেকে খুঁজতে;
বন্ধ হয়ে যায় খোলা পথ
খোলা হাওয়ার তৃষ্ণা।