কোথায় আর পালাবে
আজ না হোক কাল
এভাবে কিংবা ওভাবে
ফিরতেই হবে হৃদয়ের কাছাকাছি।


কোনকিছু তোয়াক্কা না করে
মাড়িয়ে মুড়িয়ে দলিয়ে দুলিয়ে চাপিয়ে ধাপিয়ে
একা দাঁড়ানোর কত কি আয়োজন,
সম্পদের অট্টহাস্যে অকারন উল্লাস


তারপর থিতিয়ে পড়া অবসরে
সেই তুমি গাছের তলায়
ছায়া পরিশ্রান্ত
মাটির বুকে মাটির যন্ত্রণায় লাল


ফুলের বনে ফুল হারানো চাষবাস
ঘেমে নেয়ে জল সূর্যে দিশেহারা
ফিরে ফিরে এসো বাঁচতে চাওয়া
আরো হৃদয়ের কাছাকাছি।