ডুব পুকুরে বিরক্তি হাবুডুবু খেলে
তোমাকে ঠিক ধরবে পাশ দিয়ে গেলে
ভালো না লাগা বুঝলে আরো চেপে ধরে
অশান্তি ছড়িয়ে দেবে মনের ভেতরে ।
সরল মনে ঘোলাটে জলকেলি চলে
ডাঙায় রুক্ষ ছলনা ডুব দেয় জলে
বোয়াল আছে লুকিয়ে লাফায় স্ফূর্তিতে
ছড়িয়ে দেয় অসহ্য অজানা যুক্তিতে ।


মনের কাদা মানের খোঁজে শুধু ছায়া
পুকুর পাড়ে গাছের নেই কোনো মায়া
কলহ বিচ্ছিন্ন মত ভাঙন ধরায়
চুপ কথা দশে দিশে গোপন ভরায় ।
তবু মনের যমুনা পাড়ে খেলা করে
ডুব সাঁতারে জীবন বাঁচে নিজ ঘরে ।