(১)
ভুল পথ যতই লম্বা হচ্ছে
ততই বাড়ছে দাবদাহ ,
ছায়া গিলতে গিলতে
কে কোথায় দাঁড়াবে কে জানে ?


   (২)
দুঃখের কথা যতই শুনবে
ততই মনে হবে তুমি সুখী ,
গাছের ঝরে পড়া পাতা
গেয়ে যায় কিশলয় গান ।


    (৩)
ঘরের ভেতর ঘর সাজিয়ে
বসেছিল ঘরোয়া
বাইরের হাতছানি পেরিয়ে
সেই সঞ্চয়েই ঘর পূর্ণ ।


    (৪)
কৃষ্ণচূড়ার রঙ বাহারী
ছড়ানো থাকে ঘরের পাশেই ,
জানলার দীর্ঘশ্বাস
দরজা খুলে কুড়িয়ে আনে ।