এগোব বলে কত পথ ঘুরে
সেই একই স্থবির আয়তনে
বার বার আকাশে তাকিয়ে
পায়ের পাতা গুনছি।

সত্ত্বার জাল বুনে ওরা সব চলে গেল
দিগন্ত ছাড়িয়ে দূর আবাহন
খড়কুটো বয়ে এনে গর্বের বাঁশি বাজায়
কানা গলিতে ঝিঁ ঝিঁ পোকার ডাক
বাদুড় ঝোলা গাছেদের ডালপালায়
পথ শেষের মানুষের নিষ্ক্রমন
হতাশার দীর্ঘশ্বাস।

বাঁচতে চাওয়া খুশি
বাঁচুক আকাশে বাঁচুক বাতাসে।