হোগলার ঝোপে কিছু কিছু গোপন লুকিয়েই থাকে
একবার ঝাড়া দিয়ে যদি বেরিয়েই পড়ে
তাকে আর কিছুতেই ফেরানো যায় না
আম কাঁঠালের শীতল গ্রীষ্ম ছায়াতলে ।
বুকের হোগলা ধীরে ধীরে কমছে
বেরিয়ে পড়ছে আরো বেশি গোপন ।
তাকে চাপা দিতে এবার পাথর ভাঙার পালা
হাতুড়ির ঘায়ে ছিটকে পড়ছি
কুচি কুচি তুমি আমির টুকরো ,
বিচ্ছিন্ন সেই সব দিনরাত
অকারন জড় হয়ে আবার ঢুকে পড়ছে গোপন ডেরায়
সেখানে আর হোগলা নেই
স্যাঁত স্যাঁত পায়ের ছাপে শান্তি আঁকা নেই
শুধু দলে দলে ধান্ধাবাজের টিকিট কাটা ।
লক্ষ্য ছিল এগিয়ে নিয়ে যাওয়ার
তাই আজও একটা একটা দিন কেটে যায়
আমাদের বয়স বাড়ার খেলায়
কত কি গোপনও থেকে যায় ।
         -০-০-০-