মারো মারো আরো মারো দেখি তুমি কত মারতে পারো
কত রাগ তুমি জমিয়ে রেখেছো তোমার বুকের ভেতর
আক্রোশে তুমি মারছ যাকে তারও আছে আরো আক্রোশ
ইটের পাটকেল তখন তুমি সহ্য করতে পারবে তো ?
স্নিগ্ধ ভূমির সকাল শয্যায় দিকে দিকে ওঠে আর্তনাদ
তুমি তার কারিগর জেনে পশুরা করছে বিজয়োল্লাস
যারা রাজত্ব করে তারা অলক্ষ্যে তোমাকে বিষিয়েছে রাগে
তুমি গোবেচারা আগুন খেলায় খেলছ বৃথা সর্বনাশ ।
যে সম্পদ হাতিয়ে তুমি আরো আরো বড় হবে আয়েসী
তাই তোমার মরণ কামড় ভয়ে ভয়ে বাঁচা দীর্ঘশ্বাস ।  
গাড়ি বাড়িতে সুখ নেই ভাই ওগুলো আসবে যাবে
পাশের মানুষ কাছের হবে মনের নির্মল অনুরাগে ।