ফুটপাতের চালচিত্র
বড় রাস্তাকেও হার মানিয়ে যায় ,
রোজ লণ্ডভন্ড দিকভ্রষ্ট গোছাতে
সিদ্ধহস্ত হাতের ছোঁয়া
গোলাপ চাষে হৃদয়ের জল ঢেলে যায় ।
গাড্ডা পেরিয়ে
জীবনের স্নানঘরে পৌঁছতে
খিদের সাথে লড়াইয়ের পরেও
লড়াই চলতেই থাকে ।
ব্যথার মালা গাঁথতে গাঁথতে
দু একটা রজনীগন্ধা পেয়ে গেলে
খুব যত্নে তুলে রাখে ফুটপাত ।
এত অচল খুচরো জমছে পথের ধারে
গোগ্রাসে তাকেই উপমা করে
সুগন্ধ ভাতের ভোজ হয় এসি টেবিলে ,
চওড়া হওয়া কমিশন কাটমানি
ছায়া কাটতে কাটতে এগিয়ে চলেছে
সিঁন্দুরে মেঘ দিগন্ত ছাড়িয়ে আরো দূরে ।