(১)
রাস্তা পেরিয়ে ও রাস্তায়
আমার কেউ নেই ,
দুদিকেই আমি
তোমার তুলনামূলক ভাবনায় ।


   (২)
পুরোন সেই আমি
বার বার নতুন নাবিক ,
ঘাটে ঘাটে ফেরি করি
শুধু তোমার খোঁজে ।


   (৩)
ছায়া খুঁজতে খুঁজতে
আট বাই নয়ে বাসা বেঁধেছি ,
আতপ ছড়িয়ে পড়ছে কোণায় কোণায়
দিশেহারা ছায়া না ঘরের না বাইরের ।


    (৪)
নিজেকে নিয়ে আর ভাবি না
বুঝে গেছি আমার যখন পাওয়া
তুমি তখনই পাশ কাটিয়ে ,
আমার চিত্র তাই বেমালুম বিবর্ণ ।