আমি কোন কিছুই করে উঠতে পারি নি
পাহাড় ডিঙ্গাতে পারিনি
সমুদ্র পেরোতে পারিনি
আকাশে ডানা মেলতে পারিনি
মাটিতে মিশে যেতেও পারিনি
এমনকি উঠোনের নালাটুকু
লাফিয়ে ডিঙিয়ে যেতে পারিনি ।
আমার ঘরেই কত গোলাপ বাগান
কখন মাড়িয়ে দিয়েছি জানতে পারিনি ,
হাত বাড়িয়ে কত মুখ দাঁড়িয়ে
আমি বুঝতেই পারিনি ,
জানা অজানা রকমারি সাজানো বাগান
বিন্দুবৎ জল দিয়ে
তাদের পরিচর্যা করতে পারিনি ,
মুহূর্তে মুহূর্তে আশার চাষ হয়
আমি তার একদানাও ফসল তুলতে পারি নি ।
দাম্ভিকের বেড়ি পরে ঠায় বসে আছি
বোধের চোখ মুখ বেঁধে বেপরোয়া হয়েছি
তোয়াক্কা করি নি অসহায় আর্তনাদ ।
সত্যি বলছি আমি কিছু করতে পারি নি ।