বন্ধনে জড়িয়েই সুখের ঠিকানা লিখতে হয়
স্বপ্নবাস কখনই জীবনের ইঙ্গিত হতে পারে না ,
মনের খোলা জানলায় বাতাসের আনাগোনা
বিস্তৃত পথে বাড়িয়ে দিয়ে নিজেকে চিনে নিতে হয় ,
পথের দিশায় পথ হয়ে যায় আত্মভোলা
পদভারে যে উজ্জীবিত সে হতে চায় মুক্ত ।
কি যেন কিসের খোঁজে কুড়িয়ে যায় বালুকণা
তটের একা হয়ে পড়ে থাকাতেও
ঢেউ নিজেকে নিজে গুনে গুনে বড় হয়
তোমাকে জড়িয়ে মিলন শান্তির আশায় ।
আমরা সকলেই একে অপরের সত্তায়
জীবন বেঁচে থাকে বাঁচিয়ে রাখে ।
        -০-০-০-