কাটা কাটা ছেঁড়া প্রেক্ষাপট
তাতেই বিষয়ী ধারাপাত
বার বার মুখোশ এঁটেই
গোগ্রাসে গিলছে একরাশ আহ্লাদ
শুয়ে থাকা বিশ্বাসী ফুটপাত
ঝুপড়ি থেকে বেরিয়েই আকাশে ,
জোড়া লাগা অনুভূতিতে
অজস্র অহংকারে ঘণ্টা বাজে
সচেতন অন্ধকারের আলো ।
অনেক তো সাজন গোজন হল
এবার অন্তরের কিছু বিচরণ আলাপ
গোলাপ বনে ঘোরাঘুরির চেষ্টা করুক না ,
সগর্বের বিলাপে এত উচ্চগ্রাম কেন ?
সুখের তরানা স্বপ্ন দেখুক
মাটির নিরালা শয্যায় ।
    -০-০-০-