কত বকাঝকা করলাম
তবুও কিছুতেই কথা শোনে না
বার বার হাতে পায়ে গায়ে মাথায়
উসকানি দিতে আছে,


কবেই ভাবলাম মৃত
নিশ্চিন্তে দু দন্ড হাত পা ছড়িয়ে বিশ্রাম নেব,
তা না ?
যেই বুটের তলায় প্রাণের আর্তনাদ
বারুদের গন্ধে রক্তের ফোঁটা
কাটা লাশে উল্লাসে বিভৎস
দলিতের বুকেই আরো ইমারত
মরণের ফাঁদে হৃদয় আটকে যায়
তখন আবার সে তেড়ে ফুঁড়ে ওঠে
কোন কথাই শোনে না
অনায়াসেই এগিয়ে যায়
পরোয়া করে না শানিত তলোয়ার
ফুঁৎকারে টুকরো করে দেয় বুলেট।


গোলাপ বাগানে তার শখ
কষ্ট করে বড় হওয়া মেপে
ভাল খুঁজতে খুঁজতে ভিড় রাস্তা পেরিয়ে যায়
হাত বাড়ালেই প্রসারিত
তবু এটুকু সম্বলে
আমার যাত্রা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর।