রাস্তা পেরিয়েও রাস্তার ধারে
যখন দেখি আরো গভীর খাদ
একদল বুভুক্ষু যন্ত্রণা আসছে তেড়ে
ঠিক ভুলের সীমানা পেরিয়ে
অশান্তির পাঠ্যক্রমে বার বার
তুলাদণ্ডের মান বরাবর দিক নির্দেশে
অচল সমীকরণ আঙ্গুল তুলে তেড়ে আসছে
বনভূমির গহীনেও ছায়াহীন সমাহারে দিশেহারা হয়ে
অথৈ সাগরের ঢেউ ভাঙা বেলাভূমির খোঁজে
তোমার আঁচলেই যুগ যুগ বেঁচে আছে যুগ
তোমার লালিত পালিত সন্তানেরা ।
মা , পুকুর ঘাটে জল আনা অবসরে
ঘরের উঠোন পেরিয়ে ঘরে
আকাশ ছোঁয়া বারান্দা
সবেতেই তোমার স্পর্শের অবাধ বিচরণ ;
প্রত্যেকের সামনে প্রত্যেককে দাঁড় করিয়ে
আরো অনেক পথ এগিয়ে
প্রাণের লৌকিক প্রাণ জাগরণে
তুমি মা , শুধুই তুমি – মা ।
-০-০-০-০-