সব ফুলেই ফুল থাকে
আমি কোনটাই ছুঁয়ে দেখিনি
তুলেছি ছিঁড়েছি ভালোবাসায় ব্যবহার করেছি
প্রাণ ভরে অঞ্জলি দিয়েছি
শোভা পেরিয়ে আরো সুন্দরের হাতছানি হয়েছি
কিন্তু ফুলের ফুল বুঝতে পারিনি ।
অবিমিশ্র গন্ধ বাহারে আরো বেশি আতর
আরো পার্থিব লোভে
সাজানো বাগানে নিজেই নিজেকে
খেয়েছি মেখেছি লড়েছি দেখিয়েছি
ফুল থেকে গেছে আমারই হাতের ক্রীড়নক ।
প্রেম দ্বিধা বিভিক্ত , মানবিক মোহগ্রস্ত
বেঁচে থাকা অপরিণামদর্শী , ঠিকানা ধুলোর ঘুর্ণিপাক
সবেতেই ফুল নীরব প্রকট প্রতিবাদ
অচেনা থেকে গেছে পাঁপড়ির রঙ ।
সব ফুলেই ফুল থাকে
আমি ছুঁয়ে দেখিনি
তোমাকে চিনতে পারিনি ।