অধিকারের শর্তগুলো আনুভূমিক শুয়েই থাকে
বার বার ঠেলা দিয়ে না ডাকলে
সে গ্রাহ্যই করে না ,
বলে, এই তো যা পাচ্ছ
সেটুকুই কি যথেষ্ট নয়?
আরো চাই আরো চাই করে
এত চেল্লানোর কি আছে শুনি?

সম্পদের সম্পদ ভাঙিয়ে গগনচুম্বী সিঁড়ি
নিজের তুলাদণ্ড কেবল বাটখারা চাইছে,
আর ভাবছে
আরে বাপরে, আরো এতবড় এত ভারী?
আমার তাহলে কি হবে
এই ধুলোঘাঁটা যন্ত্রণার উপপাদ্যে?


ভারী হয়ে আসে চোখ
মানুষ হওয়ার চিত্র বদল
ন্যায় অন্যায়ের শিরা উপশিরায়
আঁকিবুঁকি জ্যামিতিক আঁকে।

অধিকার প্রতি মুহূর্তে মত বদলে
খামখেয়ালীর পদানত।
বিন্দাস শুয়ে আছে যে অবলম্বন
সে ছোট নয় বড় নয়
অথবা কিছুই নয়।